1. admin@krishisangbad.com : admin :
মেহেরপুরে পরিযায়ী পাখি সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

মেহেরপুরে পরিযায়ী পাখি সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মেহেরপুর :

জেলায় আজ ‘পোকা মাকড় রক্ষা করে পাখির জীবন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পরিযায়ী পাখি রক্ষার বিষয়ে এক আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।

মেহেরপুর ফাউন্ডেশন-এর পরিচালক নাসের চৌধুরীর সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন- মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাউসার আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শীতের শুরুতে এদেশে বিভিন্ন পরিযায়ী পাখির আগমন ঘটে। অতিরিক্ত শীতে পরিযায়ী পাখি নিজ এলাকায় থাকতে না পেরে এ অঞ্চলে চলে আসে। পরিযায়ী পাখি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে। এর ফলে আমাদের ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। একশ্রেণির পাখি শিকারি বিভিন্ন মাধ্যমে পরিযায়ী পাখিদের হত্যা করে। আমাদের উচিত পরিযায়ী পাখি সংরক্ষণে এগিয়ে আসা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park