1. admin@krishisangbad.com : admin :
বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াসের মৃত্যু - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াসের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বন্দি ছিল কুমিরটি। এটি বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড করা কুমিরটির মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হয়, কুমিরটির বয়স ১১০ বছরের বেশি। এটি প্রায় ১৮ ফুট লম্বা। কুমিরটির নাম ছিল ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট ফেসবুকে এ নিয়ে জানায়, ক্যাসিয়াসের ওজন এক টনেরও বেশি। গত ১৫ অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। সংস্থাটির একটি পোস্ট অনুসারে, কুমিরটির অনেক বয়স হয়েছিল এবং বন্য কুমির সাধারণত যত দিন বাঁচে তার থেকে বেশি বছর সে পার করে ফেলেছিল।

তারা আরও জানায়, ক্যাসিয়াসকে তাদের খুব মনে পড়বে, কিন্তু তাদের ভালোবাসা ও তার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। জানা গেছে, প্রতিবেশী উত্তর অঞ্চল থেকে নিয়ে আসার পর ১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। ক্যাসিয়াস ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল।
গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট ৩ ইঞ্চি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park