1. admin@krishisangbad.com : admin :
পাচার থেকে রক্ষা পেলো ১২ মুখপোড়া হনুমান - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

পাচার থেকে রক্ষা পেলো ১২ মুখপোড়া হনুমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় থেকে ধরে পাচারকালে ১২টি হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করেন বনকর্মীরা।

তবে এ ঘটনায় কেউ আটক হননি। একইদিন সন্ধ্যায় হনুমানগুলো মহেশখালীর দিনেশপুর বনাঞ্চল জাম বাগানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের মহেশখালীর রেঞ্জ সূত্র জানায়, উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকায় পাহাড়ের ভেতরে এক পরিত্যক্ত বাড়িতে বিলুপ্তপ্রায় ১২টি হনুমান খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বলে খবর আসে। এরপরই মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলমের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালায়। এসময় পাঁচটি বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করা হয়। তবে পাচারকারী দলের কেউ ধরা পড়েননি। বনদস্যুরা পাহাড় থেকে এসব হনুমান ধরে এনে পাচার করতে চেয়েছিলেন।

মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, এগুলো মুখপোড়া হনুমান। সন্ধ্যায় মহেশখালীর দিনেশপুর বনাঞ্চল জাম বাগানে তাদের অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park