1. admin@krishisangbad.com : admin :
১৭ মহিষের রহস্যজনক মৃত্যু, কাজ করছে উচ্চপর্যায়ের কমিটি - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

১৭ মহিষের রহস্যজনক মৃত্যু, কাজ করছে উচ্চপর্যায়ের কমিটি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক বাগেরহাট :

বাগেরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৭টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রজনন খামারের মাঠে মহিষগুলোর মৃত্যু হয়।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উৎপাদন দপ্তরের উপপরিচালক এবিএম সালাহ্‌ উদ্দিন জানান, মহিষ মুত্যুর পরেই এর কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিচালকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। খামার এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন। তারা কাজ করছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ বিসয়ে আমরা তথ্য পাব।

কেন্দ্রের আরও তিনটি মহিষ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মহিষগুলোর মৃত্যু সম্পর্কে সঠিক কোনো কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় প্রজননকেন্দ্রের শেড থেকে মহিষগুলো বাইরে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ দেখতে পাই কিছু মহিষ মাঠের ভেতর ছটফট করছে। এ সময় ১৭টি মহিষ সেখানে মারা যায়। আমরা দ্রুত সুস্থ মহিষগুলোকে শেডে ফিরিয়ে নিয়ে যাই।

বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার মনোহর চন্দ্র মন্ডল বলেন, মহিষের মৃত্যুর খবর পেয়ে দ্রুত প্রজনন খামারে ছুটে যাই। গিয়ে দেখতে পাই বেশকিছু মহিষ মারা গেছে। মহিষগুলোর বিভিন্ন অর্গান স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তিনটি মহিষ এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মহিষের মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। অর্গান স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক কারণ জানা যাবে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব বলেন, মহিষগুলোকে শেড থেকে মাঠে নেওয়ার পর কিছু মহিষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় ১৭টি মহিষ মারা যায়। মহিষগুলোর কেন মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পোস্টমর্টেমের জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে মহিষের মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park