1. admin@krishisangbad.com : admin :
১৬ জেলায় ডিম বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

১৬ জেলায় ডিম বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সারা দেশের ১৬ জেলায় ৮০ স্থানে সুলভমূল্যে ডিম বিক্রি শুরু করেছে সরকার। উৎপাদন খরচ ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় এসব জেলায় পণ্যের দামে কিছুটা পার্থক্য থাকছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগ প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নে ভূমিকা রাখছে। প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলমান ডিমের বাজার অস্থিতিশীলতায় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এসব জেলায় সুলভমূল্যে ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি সদস্যরা ভোক্তাদের মাঝে ডিম বিক্রি শুরু করেছে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া, চট্টগ্রামের কর্ণফুলী ও রাউজান, কক্সবাজারের পেকুয়া, কুমিল্লার সদর ও বুড়িচং, ফরিদপুরের সদর উপজেলা, কিশোরগঞ্জের-অষ্টগ্রাম, করিমগঞ্জ, কুলিয়ারচর, নিকলী ও পাকুন্দিয়া, মাদারীপুরের কালকিনি, ঝিনাইদহের শৈলকুপা, মাগুরার সদর উপজেলা, ময়মনসিংহের সদর ও তারাকন্দা, জয়পুরহাটের পাঁচবিবি, পাবনার ফরিদপুরে, দিনাজপুরের বিরল, নিলফামারীর ডোমার, সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে ডিম বিক্রি চলমান রয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ হবে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ভোক্তাপর্যায়ে সুলভমূল্যে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ডিম বিক্রি শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park