1. admin@krishisangbad.com : admin :
শুটকী প্রক্রিয়াকরণ ও মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন মৎস্য উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

শুটকী প্রক্রিয়াকরণ ও মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন মৎস্য উপদেষ্টার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারস্থ শুটকী প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (১ম সংশোধিত) এবং মৎস্য অবতরণ বিষয়ক প্রকল্প পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার বিকালে তিনি এ দুৃটি প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, প্রকল্প পরিচালক মো: শামসুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোঃ রাজিবুল আলম উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয় শুটকী প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে রয়েছে ২৫০০ বর্গমিটারবিশিষ্ট অবতরণ শেড নির্মাণ; ১৮৬০ বর্গমিটারবিশিষ্ট (৪ তলা) ল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরী নির্মাণ; ১০০ টন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ (২ চেম্বারবিশিষ্ট) নির্মাণ; ০২টি ওয়ে ব্রীজ তৈরী করা; ৩৫০টি গ্রীণ হাউজ এবং ৩০টি মেকানিক্যাল ড্রায়ার স্থাপন; ৩৬টি শুটকী বিক্রয় কেন্দ্র নির্মাণ; ১০টি ব্রেস্ট ফিডিং রুমসহ রেস্ট রুম নির্মাণ; ইটিপি, এসটিপি ও ডাব্লিউটিপি নির্মাণ; বৈদ্যুতিক সাব ষ্টেশন স্থাপন।

এরপর উপদেষ্টা ‘Improvement of Fish Landing Center of Bangladesh Fisheries Development Corporation in Cox’s Bazar District’ প্রকল্পের বিভিন্ন সাইড পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পে উল্লেখযোগ্য কার্যাবলী সম্পর্কে তুলে ধরা হয় । এর মধ্যে রয়েছে Construction Period-এ মাছ অবতরণের জন্য ১৪৫৭.৩ বর্গমিটার অস্থায়ী শেড নির্মাণ (ইস্পাত কাঠামো); ৩ তলা বিশিষ্ট ৬১৪৯,০০ বর্গমিটার ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন নির্মাণ; ব্যবসায়ীদের জন্য ১৯৫.০০ বর্গমিটার অফিস ভবন নির্মাণ; ০২ টি পন্টুন-গ্যাংওয়ে স্থাপন; ৩১৭৬.৬৯ বর্গমিটার পাড় সংরক্ষণ দেয়াল নির্মাণ; ৭১৪.৬০ বর্গমিটার মৎস্য বাজার ও প্রার্থনা কক্ষ নির্মাণ; সীমানা প্রাচীর নির্মাণ; বিভিন্ন যন্ত্রপাতি ও মাছ ধরার সরঞ্জামাদি ক্রয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে আরো উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park