1. admin@krishisangbad.com : admin :
মৎস্য খাদ্য বিধিমালা জারি করেছে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

মৎস্য খাদ্য বিধিমালা জারি করেছে সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ (২০১০ সনের ২ নং আইন) এর ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে মৎস্য খাদ্য বিধিমালা, ২০২৪ জারি করা করেছে।

গতকাল বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনের উল্লেখযোগ্য বিধানাবলীর মধ্যে রয়েছে:
লাইসেন্স এর জন্য আবেদনের পদ্ধতি, ক্যাটাগরি ভিত্তিক লাইসেন্স প্রাপ্তির শর্তাবলি, লাইসেন্স ফি, নবায়ন ফি ও আপীল ফি, মৎস্য খাদ্যে ব্যবহৃত উপকরণসমূহ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য আদর্শমাত্রা/পুষ্টিমান নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি ও বাজেয়াপ্ত করণের বিধান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই বিধিমালা কার্যকর করার মাধ্যমে আমরা মৎস্যখাতে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করতে চাই, যা মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বিধিমালার আলোকে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park