1. admin@krishisangbad.com : admin :
মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় চালু হয়েছে ন্যায্যমূল্যের মাংসের দোকান। যেখানে এক কেজি গরুর মাংস পাওয়া যাবে ৫৫০ টাকায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা অফিস সংলগ্ন বাজারে ন্যায্যমূল্যের মাংসের দোকানের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

ইউএনও মো. শাহ আলম মিয়া জানান, বাজারে তুলনামূলক ভাবে গরু মাংসের দাম ৭০০ টাকা কেজি। ফলে সমাজের গরিব মানুষ ইচ্ছে হলেও মাংস কেনার সামর্থ্য ছিল না। সেই বিষয়টি চিন্তা করে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আউয়াল স্যারের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস একজন ক্রয় করতে পারবেন। ফলে সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারবেন।

মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় প্রথম দিকে একটি গরু জবাই করা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সপ্তাহে একদিন গরুর মাংস বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park