1. admin@krishisangbad.com : admin :
ভারত থেকে এলো আরও ২ লাখ ৩২ হাজার ডিম - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

ভারত থেকে এলো আরও ২ লাখ ৩২ হাজার ডিম

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি যশোর :

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে আমদানি করা হয়েছে আরও দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম। আজ বুধবার সকালে ডিমের এ চালানটি খালাসের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করেছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিমের এ চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫টি চালানে বেনাপোল বন্দরে ১১ লাখ ৫৯ হাজার ২০০ পিস ডিম ভারত থেকে আমদানি হয়েছে। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর কমাতে গত ১৭ অক্টোবর শুল্ক কমানো সংক্রান্ত আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশটি বেনাপোল কাস্টমসে আসে গত ২০ অক্টোবর। আদেশ পাওয়ার পর ২১ অক্টোবর একটি চালানে দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আনা হয়। এই ডিমের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম হাইড্রোল্যান্ড সল্যুশন। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ।

আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের প্রতিনিধি ইকরামুল হাসান সজিব জানান, নতুন নির্ধারণ করা শুল্কে ডিমের চালানটি খালাস নেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর ৫ শতাংশ শুল্কের ডিম খালাস শুরু হয়। আজ দ্বিতীয়বার একই শুল্কে ডিমের চালানটি খালাস হচ্ছে। প্রতি পিস ডিম আগে ১ টাকা ৯৬ পয়সা শুল্ক পরিশোধ করা হতো। এখন শুল্ক কমে যাওয়ায় প্রতি পিস ডিমে মাত্র ৭৬ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে। এতে আমদানি করা নতুন চালানের এসব ডিম বাজারে ৯ টাকা দরে বিক্রি করা সম্ভব।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ভারত থেকে আমদানি করা ডিমের আরও একটি চালান কম শুল্কে শুল্কায়ন পূর্বক বন্দর থেকে খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park