1. admin@krishisangbad.com : admin :
বানরের খাদ্য সহায়তায় কোটি টাকা দিলেন অক্ষয় - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

বানরের খাদ্য সহায়তায় কোটি টাকা দিলেন অক্ষয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

ভারতের অযোধ্যায় হনুমানকে বলা হয় ‘রামভক্ত’। একইসঙ্গে হনুমানকে ‘বানরসেনা’র বংশধরও মনে করা হয়। তাই বানরের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সহায়তার হাত বাড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তাদের ভরণ-পোষণের জন্য অভিনেতার পক্ষ থেকে দেওয়া হয়েছে মোটা অঙ্কের অনুদান।

ভারতীয় গণমাধ্যমের খবর, অযোধ্যায় রামমন্দিরের আশেপাশে বহু সংখ্যক হনুমান বা বানরের দেখা মিললেও সেগুলোর জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছিল। সহৃদয়বান কেউ কিছু দিলে, খেতে পারত নয়তো না। এমন পরিস্থিতিতে অযোধ্যার বানরদের পেট ভরানোর উদ্যোগ নিয়েছেন অক্ষয়।

যদিও উদ্যোগটি একটি সংস্থার মাধ্যমে নিয়েছেন অক্ষয়। ‘অঞ্জনেয় সেবা ট্রাস্ট’ নামে সেই সংস্থাটি বানরদের জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থার উদ্যোগ নেয়। সেই সংস্থাটির পক্ষ থেকে অক্ষয়কে অনুরোধ করা হয়েছিল অনুদানের জন্য। অক্ষয় সেই অনুরোধ তো রেখেছেনই তাও ব্যাপক পরিসরে। বানরদলের পেটে যাতে ঠিকমতো খাবার পৌঁছায়, সে জন্য ১ কোটি রুপি দান করেছেন এই বলিউড নায়ক।

এ বিষয়ে ‘অঞ্জনেয় সেবা ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা প্রিয়া গুপ্ত বলেন, ‘অক্ষয় কুমার সহৃদয় ব্যক্তি বলে বরাবর জানি। তিনি মুক্ত হাতে ডান করেছেন সব। তবে বানরদের খাবার খাওয়াতে রাস্তা যেন নোংরা না হয়, সেদিকে সতর্ক থাকতে বলেছেন।’

প্রায় তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, গত কয়েক বছর ধরেই বক্স অফিসে খরা যাচ্ছে অক্ষয়ের। তার একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। পাশাপাশি, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র সঙ্গে হৃদ্যতা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সেই আবহেই অযোধ্যার বানরদের ভরণপোষণের দায়িত্ব নিলেন অক্ষয়।

তবে শুধু অযোধ্যাতেই নয়, গত আগস্টে মুম্বাইয়ের হাজি আলি দরগার উন্নয়ন কাজে প্রায় সোয়া এক কোটি টাকা দান করেছিলেন অক্ষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park