1. admin@krishisangbad.com : admin :
প্রাণীরা সিংহের চেয়ে মানুষকে বেশি ভয় পায় - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

প্রাণীরা সিংহের চেয়ে মানুষকে বেশি ভয় পায়

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

সিংহের গর্জন শুনলেই হলো, সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় অন্যান্য প্রাণীরা। তবে আফ্রিকার সাভানা তৃণভূমিতে চালানো এক গবেষণায় দেখা গেছে সেখানকার প্রাণীরা সিংহের চেয়ে মানুষকে বেশি ভয় পায়। যেহেতু প্রাণীকূলের মধ্যে সিংহ সবচেয়ে বড় শিকারী প্রাণী, তাই সিংহের ভয়েই অন্যান্য প্রাণীদের তটস্থ থাকার কথা। সেখানে মানুষকে বেশি ভয় পাচ্ছে তারা।

কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মাইকেল ক্লিনচির নেতৃত্বে চালানো হয়েছে এই গবেষণা। তিনি বলেছেন, “সাধারণত, যদি আপনি একটি স্তন্যপায়ী প্রাণী হন তাহলে আপনি রোগ বা ক্ষুধা থেকে মারা যাবেন না। আপনার জীবনাবসান হবে মূলত কোনো শিকারীর মাধ্যমে। আপনি যত বড় হন, তত বড় শিকারী আপনাকে শেষ করে দেবে।” তিনি আরও বলেছেন, “স্থলের মধ্যে সিংহ সবচেয়ে বড় শিকারী প্রাণী। আর এই বিষয়টি অবশ্যই ভয়ের কারণ হবে। আমরা তাই মানুষের ভয়ের সঙ্গে সিংহের তুলনা করছি খুঁজে বের করতে যে, মানুষ অ-মানব শিকারীর চেয়ে বেশি ভীতিকর কি না।”

এই বিজ্ঞানীরা বন্যপ্রাণীর ১০ হাজার প্রতিক্রিয়া গবেষণা করে খুঁজে পেয়েছেন ৯৫ শতাংশ প্রাণীই সিংহের গর্জনের শব্দের চেয়ে মানুষের শব্দে বেশি ভয় পেয়েছে।

বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কের জলাধারের পাশে যেখানে প্রাণীরা পানি খেতে আসে, সেখানে বিভিন্ন প্রাণীর শব্দ বাজিয়েছিলেন। এতে দেখা গেছে মানুষের শব্দে প্রাণীরা বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেটি বোঝাচ্ছে মানুষকে তারা বেশি হুমকি মনে করে।

এমটিআই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park