1. admin@krishisangbad.com : admin :
তিন প্রজাতির ১০০০ কচ্ছপ আটক - কৃষি সংবাদ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

তিন প্রজাতির ১০০০ কচ্ছপ আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর :

দেশের মিঠা পানির কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। চাঁদপুরের শাহরাস্তির দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে এই কচ্ছপগুলো আটক করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে তিন প্রজাতির হাজার খানেক কচ্ছপ (আনুমানিক ৮০০ কেজি) আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করি কাইট্টা ২৮০ কেজি এবং হলুদ কচ্ছপ ২০ কেজি।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুঁচিয়া ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে একদল অসাধুচক্র এসব কচ্ছপ শিকার করে ভারতে পাচার করে আসছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অসীম কুমার মল্লিক বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা কর্তৃক মিঠা পানির কচ্ছপের আটকের তালিকায় সবচেয়ে বড় চালানটি ছিল এটি। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park