কৃষি সংবাদ ডেস্ক :
কুকুর নিয়ে আমরা অনেকে কিছু কিছু মজার তথ্য জানি। তবে এই তথ্যের সঙ্গে নতুন আরও তথ্য যোগ হতে পারে।
১. প্রতিটি কুকুরের নাকের ছাপ আলাদা। একটির সঙ্গে আরেকটির মিল নেই। অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো।
২. যুক্তরাষ্ট্রের ৪৫ শতাংশ কুকুর মালিকের বিছানায় ঘুমায়।
৩. সব কুকুরই স্বপ্ন দেখে। তবে কুকুরছানা আর বুড়ো কুকুর প্রাপ্তবয়স্ক কুকুরের চেয়ে বেশি বেশি স্বপ্ন দেখে।
৪. কুকুরের ঘ্রাণশক্তি কিংবদন্তিতুল্য। তুমি কি জানো কুকুরের নাকে প্রায় ৩০০ মিলিয়ন রিসেপ্টর বা ঘ্রাণেন্দ্রিয় থাকে। মানুষের নাকে রিসেপ্টরের সংখ্যা মাত্র ৫ মিলিয়ন।
৫. বিখ্যাত একটি জার্মান শেফার্ড কুকুরের নাম রিন টিন টিন। অভিনয়ের জন্য রিন একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।
৬. কুকুরের নাক শুধু ঘ্রাণ শোঁকে না, তাপ এবং তাপীয় বিকিরণ টের পায়। এ কারণেই অন্ধ বা বধির কুকুরও শিকার করতে পারে।
৭. হাই তোলা মানুষের মধ্যে সংক্রামক। একজন হাই তুললে আরেকজন পাশে হাই তোলে। কুকুরের জন্যও হাই তোলা সংক্রামক। গবেষণায় দেখা গেছে, মানুষের হাই তোলার শব্দ থেকে কুকুরেরও হাই চলে আসতে পারে। পোষা কুকুরের সামনে যদি পরিচিত কোনো মানুষ হাই তোলে, তখন কুকুরটির হাই তোলার সম্ভাবনা সাধারণ সময়ের চেয়ে চার গুণ বেশি।
৮. অস্ট্রেলিয়ান শেফার্ডের উদ্ভব অস্ট্রেলিয়ায় না। এরা আসলে একটি আমেরিকান জাত।
৯. কুকুর পুষলে মানুষের উচ্চ রক্তচাপ কমে যায়। মানুষের কাছে পোষা কুকুরেরও এক রকম হয়। মানে কুকুরেরও প্রেশার কমে।
১০. যুক্তরাষ্ট্রে ৭৫ মিলিয়নের বেশি পোষা কুকুর আছে। অন্য যেকোনো দেশের চেয়ে এই সংখ্যা বেশি।
১১. কুকুর বর্ণান্ধ না। এরা নীল ও হলুদ রং দেখতে পায়।
১২. সব কুকুরছানা বধির হিসেবে জন্মগ্রহণ করে।
১৩. ডালমাটিয়ান কুকুর জন্মের সময় পুরোপুরি সাদা হয়ে জন্মগ্রহণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের গায়ে কালো ছোপ ছোপ দাগ দেখা যায়।
১৪. মল ঢেকে রাখার জন্য কুকুর বাথরুম করার পর পেছনের পা দিয়ে আঁচড়ায় বা লাথি মারে না। পায়ের ঘ্রাণগ্রন্থি ব্যবহার করে এরা নিজেদের টেরিটরি বা অঞ্চল চিহ্নিত করে।
১৫. গ্রে হাউন্ড জাতের কুকুর দৌড়ে চিতাকে পরাজিত করতে পারে। যদিও চিতা গ্রে হাউন্ডের চেয়ে দ্বিগুণ গতিতে দৌড়াতে পারে, তবে চিতা ঘণ্টা প্রতি ৭০ মাইল বেগে দৌড়াতে পারে শুধু ৩০ সেকেন্ডের জন্য। একটি গ্রে হাউন্ড সাত মাইল পর্যন্ত ঘণ্টা প্রতি ৩৫ মাইল বেগে দৌড়াতে পারে। চিতা দৌড় প্রতিযোগিতায় হয়তো শুরুতে এগিয়ে থাকবে, তবে দ্রুতই গ্রে হাউন্ড চিতাকে ছাড়িয়ে যাবে।
১৬. ব্লাড হাউন্ডের গন্ধ অনুভূতি এত নিখুঁত, এর ট্র্যাকিং বা ঘ্রাণের মাধ্যমে অনুসরণ কিছু দেশের আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
১৭. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে জিউস নামে একটি গ্রেট ডেন কুকুর বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ কুকুর। জিউসের উচ্চতা ৩ ফুট ৫.১৮ ইঞ্চি।
১৮. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে খাটো কুকুর ছিল পার্ল দ্য চিহুহুয়া। এর উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি।
সূত্র: আমেরিকান ক্যানেল ক্লাব